ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি পিস্তলসহ রাজধানীতে গ্রেপ্তার ২

admin
September 25, 2016 7:25 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: গোয়েন্দা পুলিশ রাজধানীর কমলাপুর থেকে বিদেশি পিস্তলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখা থেকে রোববার এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুবেল হোসেন ও রাজকুমার  হালদার।

রোববার দুপুরে রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, শনিবার সন্ধ্যায় শাহজাহানপুর থানার কমলাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অস্ত্র রাখার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় শাহজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

http://www.anandalokfoundation.com/