ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৫ বছরের শিশু বিথি বৈরাগীর লাশ উদ্ধার করেছে পুলিশ

admin
December 29, 2019 9:33 pm
Link Copied!

উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ  নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বিড়গ্রামে পুকুর পাড় থেকে হিন্দু শিশু বিথির (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
নড়াইল প্রতিনিধি জানান, রোববার  দুপুরে বিড়গ্রামের দশরথ বৈরাগীর মেয়ে বিথির লাশ বাড়ির পাশের পুকুরপাড়ে পড়ে থাকতে দেখা যায়। বিথি কিভাবে মারা গেল কিংবা কে বা কারা তাকে মেরে ফেলেছে এই ব্যাপারে তেমন কিছু জানা যায়নি । ময়নাতদন্তের জন্য বিথির মরদেহ নড়াইলের সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিথি শনিবার বিকেলে বাড়ি থেকে খেলার জন্য বের হয়। পরে বাড়িতে না ফেরায় ওইদিন রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। রোববার দুপুরে স্থানীয়রা বিথিদের বাড়ির পাশের পুকুর পাড়ে তার লাশ দেখে পরিবারকে জানায়। পুলিশ বিথির  লাশ  উদ্ধার করে।
সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, বিথির শরীরে আঘাতের চিহৃ দেখা যায়নি। পরিবারও কারো বিরুদ্ধে অভিযোগ করেনি। কী কারণে বিথির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।
http://www.anandalokfoundation.com/