13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শশীভূষণ থানার বিতর্কিত ওসি মনিরুল ইসলামের বদলি, এলাকাবাসীর স্বস্তি

Rai Kishori
May 31, 2020 10:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলামকে লালমোহন সার্কেল অফিসে বদলি করা হয়েছে। তার বদলির খবরে শশীভূষণ এলাকায় জনসাধারনের মধ্যেস্বস্তি ফিরে এসেছে।

গতকাল শনিবার ভোলা জেলা পুলিশ সুপার অফিস থেকে তার বদলির আদেশ জারি করা হয়। রবিবার(৩১ মে) ওসি মনিরুল ইসলাম শশীভূষন থানার ওসি তদন্ত মো. রফিকুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দেন।

শশীভূষণ থানার ওসি মনিরুল ইসলামের বদলির বিষয়টি চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ সাব্বির হোসেন নিশ্চিত করেন।

জানা যায়, ওসি মনিরুল ইসলাম শশীভূষণ থানায় যোগদানের পর থেকে চুরি, চাঁদাবাজি, জমি দখল, মাদকসহ বিভিন্ন অপরাধ ব্যাপক হারে বেড়ে যায়। তার বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও বহুবার স্থানীয় সংসদ সদস্যর কাছে অভিযোগ করছেন।

এছাড়া তার বিরুদ্ধে ভূমিদস্যূ, ভিটা ও জমি দখলবাজ,মাদক ব্যবসায়ীদের সাথে মাসিক চুক্তি ছিল বলে অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ ওসি মনিরুল ইসলাম অস্বীকার করেন। তিনি বলেন এটি স্বাভাবিক একটি বদলির আদেশ।

http://www.anandalokfoundation.com/