ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিচারকদের শৃঙ্খলা বিধিমালা : ১০ ডিসেম্বর পর্যন্ত সময় পেল সরকার

admin
December 3, 2017 2:10 pm
Link Copied!

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ।

রোববার সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে গেজেট প্রকাশে সময় চেয়ে আবেদন ও এর ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে গেজেট প্রকাশের নতুন দিন (১০ ডিসেম্বর) ঠিক করেন।

গেলো ২৭ ফেব্রুয়ারি থেকে বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে বারবার সময় দিয়ে আসছেন আদালত। কিন্তু কয়েক দফা সময় নিয়েও গেজেট প্রকাশে ব্যর্থ হয় সরকার।

শনিবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, এই সপ্তাহেই নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশিত হবে।

তিনি বলেন, ‘আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছিল, রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদের সহায়তায় তা দূর করা সম্ভব হয়েছে।

আইনমন্ত্রী বলেন, আশা করি, এই সপ্তাহেই নিম্ন আদালতের বিচারকদের চাকরির আচরণ ও শৃঙ্খলা বিধি গেজেট আকারে প্রকাশিত হবে।’

১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

http://www.anandalokfoundation.com/