ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাজা চার্লসের ফ্রান্স সফর স্থগিত

Link Copied!

জানুয়ারির মাঝামাঝি সময়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বেসামরিক কর্মচারীদের অবসরের বয়স বাড়ানোর উদ্যোগ নেন। অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা করা হয়েছিল। সংসদ কোনো ভোট ছাড়াই এই সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। ফ্রান্সের রাজপথে তিন মাস ধরে বিক্ষোভ চলছে।
বৃহস্পতিবার বিক্ষোভ সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে প্রায় দেড় শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশজুড়ে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানী প্যারিসসহ বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে। ফ্রান্সে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বেশ কয়েকটি শহরে এ সংঘর্ষ হয়। প্যারিসে কয়েক শ কালো পোশাকধারী উগ্রপন্থী বিক্ষোভকারী ব্যাংক, দোকান ও ফাস্ট ফুড রেস্তোরাঁর জানালা ভেঙে ফেলেছেন এবং সড়কে থাকা বিভিন্ন সরঞ্জাম নষ্ট করেছেন। সরকারের প্রস্তাবিত অবসর নীতির বিরুদ্ধে তিন মাসের বিক্ষোভের মধ্যে এটি সহিংসতার সবচেয়ে বড় ঘটনা। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে প্রায় ১৫০ পুলিশ সদস্য আহত হয়েছেন। দেশজুড়ে বেশ কয়েক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রান্সের ট্রেড ইউনিয়নের চলমান বিক্ষোভের কারণে দেশটিতে রাষ্ট্রীয় সফর স্থগিত করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। রাজা এবং রানি কনসোর্টের নতুন রাজত্বের প্রথম রাষ্ট্রীয় সফর ফ্রান্সে রোববার থেকে তিন দিনের জন্য শুরু হওয়ার কথা ছিল। রবিবার (২৬ মার্চ) ফ্রান্সের প্যারিস ও বোরডক্স শহর পরিদর্শনে যাত্রা শুরু করার কথা ছিল চার্লসের। ফ্রান্সের ঐতিহাসিক বোরডক্স টাউন হলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও, বিখ্যাত স্থাপনাটির সামনের দিকের প্রবেশদ্বার পুড়ে যায়। এ ছাড়া ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর একটি ব্রাঞ্চসহ বিভিন্ন দোকান ও রাস্তায় ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৃহস্পতিবার দেশজুড়ে বিভিন্ন জায়গায় ১০ লাখ ৮৯ হাজারের মতো মানুষ বিক্ষোভে অংশ নেন। শুধু প্যারিসে বিক্ষোভে অংশ নিয়েছেন ১ লাখ ১৯ হাজার মানুষ। গত জানুয়ারিতে বিক্ষোভ শুরু হওয়ার পর এটি ছিল রাজধানী শহরটিতে সবচেয়ে বড় জমায়েত। তবে দেশজুড়ে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ অংশ নিয়েছিলেন ৭ মার্চের বিক্ষোভে। সরকারি হিসাব অনুযায়ী, ওই দিন বিভিন্ন জায়গায় মোট ১২ লাখ ৮০ হাজার মানুষ বিক্ষোভে যোগ দিয়েছিলেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ফ্রান্স জুড়ে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীর ১৪৯ সদস্য আহত হয়েছেন। কমপক্ষে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শুধু প্যারিস থেকেই গ্রেপ্তার হয়েছেন ৭২ জন।

http://www.anandalokfoundation.com/