ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিকল্প জ্বালানি থাকায় যান চলাচলে সমস্যা হচ্ছে না

admin
June 28, 2017 11:12 pm
Link Copied!

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘পূর্ব ঘোষণা দিয়েই সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে।’ তিনি আরো জানান, এ অবস্থা সাময়িক এবং বিকল্প জ্বালানি থাকায় যান চলাচলে সমস্যা হচ্ছে না।

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নসরুল হামিদ।

গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ থাকবে বলে জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রক্ষণাবেক্ষণের জন্য বিবিয়ানা গ্যাস ফিল্ড বন্ধ রাখার দিন অর্থাৎ ঈদের পরের দিন দিবাগত রাত ১২টা থেকে ঈদের পরের দ্বিতীয় দিন দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা অত্র কোম্পানির আওতাভুক্ত সব সিএনজি স্টেশন সম্পূর্ণ বন্ধ থাকবে।’

 এ ব্যাপারে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমরা বেশ আগে থেকেই জানিয়ে আসছি, বিবিয়ানায় আমাদের যে গ্যাসক্ষেত্র আছে, ওখানে সার্ভিসিংয়ে ওরা যাবে। এটা ঈদের আগে থেকেই আমরা জানিয়ে আসছি। আমরা সংবাদপত্র ও টিভিতে দিয়েছি বিষয়টা। এটা খুব বেশিক্ষণ না। ২৪ ঘণ্টার জন্য। গত রাত ১২টায় শুরু হয়েছে আজ রাত ১২টা পর্যন্ত। সিএনজি পাম্পগুলো হয়তো গ্যাস দিতে পারবে না। যারা সিএনজি গাড়ি ব্যবহার করে তারা তো পেট্রলও ব্যবহার করে।’

http://www.anandalokfoundation.com/