ঢাকা
শিরোনাম

যারা নির্বাচনে বাধা দেবে, তাদের বিরুদ্ধেই ভিসানীতি প্রযোজ্য হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রেল বহরে নতুন সংযোজন আধুনিক লাগেজ ভ্যান -রেলপথ মন্ত্রী

নির্বাচনকালীন অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতকরণে সদাপ্রস্তুত রয়েছে বিজিবি -বিজিবি মহাপরিচালক

জার্মান চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাথে এনডিএম মহাসচিবের বৈঠক

অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের অনুদান দেয়া হচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী 

আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে এখনও তৎপর বিএনপি-জামায়াত -শেখ সারহার নাসের তন্ময়      

স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে চট্টগ্রামে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সাংস্কৃতিক আয়োজন

আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশেই তৈরি হবে বিএমডব্লিউ অথবা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি

admin
September 9, 2019 8:23 pm
Link Copied!

থাইল্যান্ডের মতো বাংলাদেশেও বিএমডব্লিউ অথবা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির অ্যাসেম্বল করতে চায় জার্মানি। বিএমডব্লিউ অথবা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির অ্যাসেম্বল করতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে জার্মানি।  বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আজ সোমবার জার্মান ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, থাইল্যান্ডে বিশ্ববিখ্যাত বিএমডব্লিউ ও মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির অ্যাসেম্বল করা হয়। জার্মানি বাংলাদেশে অ্যাসেম্বল করার প্রস্তাব দিয়েছে। এতে করে দেশের বাইরে থেকে এসব ব্র্যান্ডের গাড়ি আমদানি করা লাগবে না। কম টাকায় বাংলাদেশেই এসব গাড়ি কেনা যাবে।

অর্থমন্ত্রী বলেন, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ এখানে তৈরি করতে চায়। কিছু যন্ত্রাংশ এখানে তৈরি হবে, আর কিছু বিদেশ থেকে আমাদানি করা হবে। তারা আমাকে কথা দিয়েছে, এ বিষয়ে তারা আমাকে সর্বত্বক সহযোগিতা করবে।

তিনি বলেন, তারা বড় আকারে আমাদের পাট শিল্পকে ব্যবহার করতে চায়। পাট শিল্প ম্যানেজ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল। তাই এই প্রস্তাব অত্যন্ত উত্তম। আমরা বলেছি, আপনারা আসেন এবং ব্যবসা করেন। আর মার্সিডিজের ভেতরে ব্যবহৃত অনেক কিছুই পাটের পণ্য। জার্মানির যত গাড়ি আছে সব গাড়ির ভেতরে পাটের অনেক জিনিস আছে।

তিনি বলেন, জার্মানির বাজারে বাংলাদেশের পণ্যের জিএসপি সুবিধা যেনো বন্ধ না হয় সে বিষয়েও কথা হয়েছে। তারা এ বিষয়ে সর্বতভাবে সাহায্য করবে বলে জানিয়েছে। চলতি বছরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলেও আশা করেন অর্থমন্ত্রী।

http://www.anandalokfoundation.com/