স্টাফ রিপোর্টারঃ হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর আক্রমণের খোঁজখবর নিতে আজ ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে দলটির সিনিয়র কয়েকজন নেতা সেখানে যাবেন।
গতকাল বিকেলে এ ব্যাপারে গৌতম চক্রবর্তী বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনের নেতৃত্বে দলের হাইকমান্ড একটি কমিটি গঠন করেছেন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাবো।
অন্য সদস্যরা হচ্ছেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গৌতম চক্রবর্তী, ব্যারিস্টার রুমিন ফারহানা ও অ্যাডভোকেট ফাহিমা মুন্নি।