স্টাফ রিপোর্টারঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক আহ্বান করা হয়েছে। আগামী রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান রাজনীতি ও আগামী দিনের করণীয় ঠিক করতে এ বৈঠকের ডাক দেয়া হয়েছে।
তবে হঠাৎ করে মহাসচিব পর্যায়ের নেতাদের বৈঠক সুনির্দিষ্ট কোনো ইস্যুতে ডাকা হয়নি বলেও জানান মোস্তফা ভুইয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন।