বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেব ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জাবেদ ইকবালসহ সিনিয়র নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে শোক বার্তায় মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার ঘোষক বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আস্থাভাজন ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিশ্বস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০ মার্চ, শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচ এ আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার দুপুরে সাবেক এই সেনা কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা উত্তর মহানগর বিএনপির দপ্তর বিষয়ক সম্পাদক এডভোকেট এবিএমএ রাজ্জাক। তিনি জানান আজ বাদ আসর বনানী সেনা কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। মেজর জেনারেল রুহুল আলম চৌধুরীর জন্ম ২৪ আগস্ট ১৯৪৭।
তিনি ২০০৬ সালে প্রফেসর ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে যোগাযোগ, খাদ্য, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তিনি ১৯৪৭ সালের ২৪ আগস্ট কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা গ্রামের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে পাকিস্তান সামরিক একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে আর্মড কোরে যোগদান করেন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের অন্যতম প্রতিষ্ঠাতা ও এ কোরের প্রথম পরিচালক ছিলেন।
এছাড়া তিনি কর্মরত থাকা অবস্থায় মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স ছিলেন। এর আগে তিনি বিভিন্ন সময় ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল স্টাফ অফিসার (অপারেশন্স), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, বিডিআর, মায়ানমারে বাংলাদেশ দূতাবাসের সামরিক উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। ২০০৬ সালে ইয়াজউদ্দিন আহম্মেদ নেতৃত্বাধীন তত্তাবধায়ক সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পান এবং কয়েকটি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে ১১ জানুয়ারি ২০০৭ পর্যন্ত দায়িত্ব পালন করেন।
২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটিতে তিনি দলের ভাইস-চেয়ারম্যান হন। মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে বলিষ্ট সাহসী ভূমিকা পালনসহ দেশ স্বাধীনে জনপ্রয়োজনীয় অগ্রণী ভূমিকা পালন করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের নেতৃবৃন্দ এক শোক বার্তায় আরো বলেন, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী একজন দেশপ্রেমিক নির্ভরযোগ্য রাজনৈতিক নেতা ছিলেন।
অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের নেতৃবৃন্দ যুক্ত বিবৃতিতে মরহুম মেজর জেনারেল (অবঃ) রুহুল আলম চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অতএব, উক্ত অনুষ্ঠানের সচিত্র সংবাদ পত্রিকায় প্রকাশের লক্ষ্যে আপনাদের বহুল প্রচারিত ও জাতীয় দৈনিক পত্রিকা/ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের জন্য বিনীত ভাবে আবেদন জানাচ্ছি।