বিশেষ প্রতিবেদকঃ ঐক্যবদ্ধ থেকে ১৪ দল ২০১৯ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশের সাম্যবাদী দলের অষ্টম জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এই কথা বলেন।
এ সময় নাসিম জানান, বর্তমান সরকারের নেতৃত্বে দারিদ্র্য বিমোচন করে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ পথে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির মোড়ল বিএনপি ও জামায়াত প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানান তিনি। এ অবস্থায় ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাদের পরাজিত করে দেশ থেকে বিলুপ্ত করার আহ্বান জানান নাসিম।
অনুষ্ঠানের ব্ক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ‘রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন নিয়ে আমরা ১৪ দল এক সঙ্গে মেনে নেব ইনশাল্লাহ। এক সঙ্গে ১৪ দল আছে, ১৪ দল থাকবে। নির্বাচনে আমরা এক সঙ্গে লড়াই করব।’