মাদারীপুর প্রতিনিধি: বিএনপি জঙ্গীবাদের হোতা তারাই জঙ্গীদের লালন পালন করে বলে অভিযোগ করেছেন এলজিইআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ দুপুরে মাদারীপুরের রাজৈর পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর শেষে সুধী সমাজে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এলজিইআরডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান ,রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ প্রমুখ। পৌর ভবনটি নির্মানে ব্যয় হবে ৫ কোটি ৬৬ লাখ টাকা।
প্রধান অতিথি এলজিইআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, জঙ্গী সমর্থন শুধুমাত্র যারা লালন পালন করে তারাই করতে পারে। আমরা জঙ্গীবাদেও বিরুদ্ধে জিহাদ ঘোষনা করছি আর তাতেই বিএনপির গাত্রদাহ শুরু হইছে। এতেই প্রমান করে বিএনপি জঙ্গীবাদের হোতা তারাই জঙ্গীদের লালন পালন করে।
ভারত সফরে চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা কেবিনেটে বসি। আমরাও তো জানি না কি চুক্তি হবে। ওনারা(বিএনপি) জানলো কিভাবে কি চুক্তি হবে। কোন চুক্তি যদি প্রধানমন্ত্রী করে জনগন তা জানবে।