ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির বড় জমায়েত ঠেকাতে পরিবহন ধর্মঘট ডাকা হয়

ডেস্ক
November 12, 2022 11:23 am
Link Copied!

আজ দুপুর ২টায় ফরিদপুরের কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির গণসমাবেশ। অথচ গতকাল বিকেলেই নেতাকর্মীরা মাঠে এসে অবস্থান নেন।

বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন ফরিদপুর কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন। ধর্মঘটের কারণে ফরিদপুরের ওপর দিয়ে বরিশালগামী পাঁচ জেলার বাসও চলাচল করেনি। এই অবস্থার মধ্যে আজ শনিবার আওয়ামী লীগের দুর্গ খ্যাত ফরিদপুরে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির বড় জমায়েত ঠেকাতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়িতে তল্লাশিও করা হচ্ছে। এত বাধা-বিপত্তির পরও নেতাকর্মীরা সমাবেশ অংশ নেবেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যে ক্ষমতাসীনদের ঘাঁটিতে বড় জমায়েত দলটির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন নেতাকর্মীরা।

সমাবেশ ঘিরে ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তেজনা থাকলেও কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশগামী নেতাকর্মীদের বাধা দেওয়ার খবরও পাওয়া যায়নি। গতকাল শুক্রবার বিকেলে শহরের রাসেল চত্বরে আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন মহড়া দেয়। শহর থেকে ছয় কিলোমিটার দূরে আজ দুপুর ২টায় কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির সমাবেশ হবে।

বাস ধর্মঘটের কারণে ফরিদপুর ও আশপাশের জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তিন দিন আগে থেকেই সমাবেশস্থলে আসছেন। বুধবার শরীয়তপুর থেকে কয়েক শ নেতাকর্মী সমাবেশস্থলে আসেন। বৃহস্পতিবার রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আবদুল আজিজ মাঠে হাজির হন। তাঁদের কেউ আত্মীয়-স্বজনের বাসায়, কেউ বা হোটেলে উঠেছেন। তবে এবার কেন্দ্রীয় নেতাদের মাঠে অবস্থান করার বাধ্যবাধকতা আছে। ফলে বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতারাও মাঠে রাত যাপন করছেন।

এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালেও ধর্মঘট ডাকার কারণে বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের অনেক বাধা-বিপত্তি পার হতে হয়।

যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে ফরিদপুর থেকে বিভিন্ন জেলা ও উপজেলাগামী মানুষকে। তিন চাকার যান ছিল মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। পরিবহনের সংকটের কারণে শহরের মোড়ে মোড়ে মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।

আ. লীগের ঘাঁটিতে বিএনপির চ্যালেঞ্জ : ফরিদপুরে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী। কর্মী-সমর্থকও অনেক। তবে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গণসমাবেশের সমন্বয়ক শামা ওবায়েদ মনে করেন, এখন আর সেই পরিস্থিতি নেই। সমাবেশ মাঠে কালের কণ্ঠকে তিনি বলেন, একসময় এই এলাকাকে আওয়ামী লীগের দুর্গ বলা হতো। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ক্ষমতাসীনদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। এখন এ অঞ্চল বিএনপির দুর্গে পরিণত হয়েছে। সমাবেশ ঘিরে তারই প্রমাণ পাওয়া যাবে।

সমাবেশের সহসমন্বয়ক কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু জানান, শহরে আবাসিক হোটেল খুব কম এবং মানসম্মতও নয়। এত নেতাকর্মীর থাকার পর্যাপ্ত ব্যবস্থাও নেই। তাই সমাবেশ মাঠ ও আশপাশের এলাকায় শামিয়ানা টাঙিয়ে থাকার ব্যবস্থা করতে হয়েছে। বাধা উপেক্ষা করে সমাবেশে রেকর্ডসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন।

গতকাল বিকেলে সমাবেশ মাঠে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে আসা ৫৮ বছর বয়সী মনিরের সঙ্গে কথা হয়। দলে তাঁর কোনো পদ নেই। স্থানীয়ভাবে দলাদলির শিকার হয়ে কোণঠাসা থাকলেও তিনি সমাবেশে এসেছেন নিজ উদ্যোগে। তিনি ফরিদপুরে এক আত্মীয়ের বাসায় উঠেছেন। রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে আসা বিএনপিকর্মী বাদশা মণ্ডল বলেন, তাঁরা দুই ট্রাকে প্রায় ২০০ নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছেছেন গত বৃহস্পতিবার সকালে।

পক্ষাঘাতগ্রস্ত মতিয়ারও সমাবেশ মাঠে : ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে মো. মতিয়ারও এসেছেন সমাবেশে অংশ নিতে। ৫২ বছর বয়সী মতিয়ার মধুখালী থানা বিএনপির প্রচার সম্পাদক বলে নিজেকে পরিচয় দেন। লাঠিতে ভর করে হেঁটে মাঠে আসার পর  তিনি বলেন, প্রায় ২০ কিলোমিটার দূর থেকে কিছুটা হেঁটে আসার পর মাহিন্দ্রায় করে ফরিদপুর আসেন। তিনি বলেন, ‘ছোটকাল থেকেইে হাঁটতে পারি না। ডান পায়ে শক্তি নেই। তাই লাঠিতে ভর করে এসেছি। ’

মানুষের ভোগান্তি, ভাড়াও বেশি : ফরিদপুর শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় কথা হয় ফরিদপুর থেকে ভাঙ্গাগামী যাত্রী রাহাত হোসেনের সঙ্গে। তিনি বলেন, জরুরি কাজে ভাঙ্গায় যেতে হচ্ছে। মাহিন্দ্রায় করে দ্বিগুণ ভাড়া দিয়ে যাচ্ছেন।

শহরের গোয়ালচামট মোড় থেকে আবদুল হান্নান রাজবাড়ী যাবেন। তিনি বলেন, ‘বাস নেই। কিভাবে যাব তা বুঝতে পারছি না। যেভাবেই হোক যেতে হবে। মা অসুস্থ। রাজবাড়ী থেকে তাঁকে চিকিত্সার জন্য ঢাকায় নিতে হবে। ’

মাঠেই ঘুম, মাঠেই রান্না : সমাবেশের দুই দিন আগেই মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ীসহ বিভিন্ন এলাকা থেকে সমাবেশের মাঠে হাজির হতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। গতকাল সন্ধ্যার পর মাঠ পূর্ণ হয়ে যায়। তিন দিন ধরে কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা মাঠেই ঘুমাচ্ছেন।

বৃহস্পতিবার ও গত রাতে মাঠ ঘুরে দেখা যায়, কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউটের পাশে ১০টি চুলায় খিচুড়ি রান্না করা হচ্ছে।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান বলেন, বৃহস্পতিবার পাঁচ হাজার নেতাকর্মীর জন্য খিচুড়ি রান্না করা হয়েছে। গতকাল ১০ হাজার লোকের জন্য রান্না করা হয়েছে।

মাঠ ছাড়াও চায়না প্রজেক্ট, ঢাকা-খুলনা মহাসড়ের পাশেও প্যান্ডেল টাঙিয়ে নেতাকর্মীরা রাতে ছিলেন।

রাতে মাঠে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দুটি কক্ষে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। কিছু নেতাকর্মী থাকছেন বিদ্যালয়ের বারান্দায়। আর বেশির ভাগ নেতাকর্মীর অবস্থান বিদ্যালয়ের খোলা মাঠে। মাঠে হোগলাপাতার পাটি পেতে অথবা নিজেদের সঙ্গে নিয়ে আসা পাটি পেতে গল্প করছেন তাঁরা।

খিচুড়ি খেতে খেতে শরীয়তপুরের চরকুমারী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ বলেন, ‘আওয়ামী লীগের নির্যাতন আর নিতে পারছি না। সরকার পরিবর্তন হলে জীবটা বেঁচে যায়। ’

বরিশাল থেকেও বাস চলাচল বন্ধ : ফরিদপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের পাঁচ জেলা থেকে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল সকাল ৬টা থেকে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর থেকে ঢাকা রুটে যাত্রীবাহী বাস চলছে না। এতে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গেও রাজধানীর বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে মোট চার দিন বরিশালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হলো।

ঢাকা রুটে বাস বন্ধের পূর্বঘোষণা না থাকায় যাত্রীরা বিপাকে পড়েছে। ঢাকামুখী যাত্রীদের বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

লঞ্চের যাত্রীদের ভোগান্তি : যুবলীগের যুব মহাসমাবেশ উপলক্ষে বরিশাল-ঢাকা নৌ রুটের ১০টি লঞ্চের আটটি নিয়ে যান আওয়ামী-যুবলীগের নেতাকর্মীরা। ওই লঞ্চগুলোতে বরিশাল সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে যুব মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য নেতাকর্মীরা বরিশাল ত্যাগ করেন বৃহস্পতিবার রাতে। তাঁরা ফিরবেন আজ শনিবার। আর বরিশাল নদীবন্দরে বৃহস্পতিবার দুটি লঞ্চ রাখা হয়েছে যাত্রীদের সেবা দেওয়ার জন্য। ওই লঞ্চ দুটিতে স্থান সংকুলান না হওয়ায় চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। অনেকে ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য বরিশাল নদীবন্দরে এলেও লঞ্চে জায়গা না পেয়ে ফেরত যায়। আর লঞ্চ দুটিতে যে যাত্রীরা জায়গা পেয়েছে, তাদের কেউ দাঁড়িয়ে, কেউ বা শৌচাগারের সামনে আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন রুমের পাশেই অবস্থান নেয়। গতকাল বরিশাল নদীবন্দর থেকে বৃহস্পতিবারের চেয়ে দ্বিগুণ যাত্রী নিয়ে রওনা হয় লঞ্চ। অর্ধেক যাত্রী নদীবন্দর এলাকা থেকে ফিরে যায়।

http://www.anandalokfoundation.com/