ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কর্মসূচি সরকারের মধ্য আতঙ্ক বিরাজ করে -সালেহ প্রিন্স

পিআইডি
February 13, 2023 5:34 pm
Link Copied!

আমাদের কর্মসূচি সরকারের মধ্য আতঙ্ক বিরাজ করে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রিন্স বলেন, পৃথিবীতে কোনো ফ্যাসিবাদ টেকেনি। এই সরকারও বেশি দিন টিকবে না। অচিরেই জবরদস্তি করে জনগণের ঘাড়ে চেপে বসে থাকার দিন শেষ হবে।

তিনি বলেন, ক্ষমতাসীনদের আশকারায় নারী ও শিশু নির্যাতনের হিড়িক চলছে। বিচার বিভাগকে হাতের খেলনা করা হয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সরকার ও সরকারপ্রধানের নিজস্ব বরকন্দাজে পরিণত করা হয়েছে।

বিএনপির এই নেতা বলেন, চলমান দুঃশাসনে জনগণের মধ্যে এখন ক্রোধবহ্নি দাউদাউ করে জ্বলছে। আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীরা মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে লাফ দিয়ে ওঠে এবং আবোল-তাবোল বকতে থাকে। আওয়ামী লীগ এখন জনগণের কাছে ভয়াবহ আতঙ্কের নাম।

সালেহ প্রিন্স বলেন, জনগণের কাছে শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই। সরকার নিজের গর্ত নিজেই খুঁড়ছে। এই সরকার বেশি দিন টিকে থাকবে না।

এ সময় সারাদেশ থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত এই দপ্তর সম্পাদক।

 

http://www.anandalokfoundation.com/