ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাল্য বিয়ে প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ

Link Copied!

“মেয়ে আমার অহংকার ১৮’র আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার” এ শ্লোগানে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের মাঝে তথ্য কার্ড বিতরণ করা হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাকের পল্লীসমাজের আয়োজনে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহায়তায় শনিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের প্রত্যন্ত জংগলপট্টি গ্রামে তথ্য কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু।

সংরক্ষিত ইউপি সদস্যা নাজমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর ডিষ্ট্রিক ম্যানেজার জয়মালা মন্ডল, এ্যাসোসিয়েট অফিসার মোঃ মহসিন আলী, ইউপি সদস্য মিজানুর রহমান, নিকাহ রেজিষ্টার মাওলানা সফিউল্লাহ সহ অন্যান্যরা।

শেষে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা ২৫ জন কিশোরীদের মাঝে বাল্য বিয়ে প্রতিরোধে তথ্য কার্ড বিতরণ করেন অতিথিরা।

http://www.anandalokfoundation.com/