রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ডিলার পুস্প রাম সিংহ এর দোকানে দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শস্য বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, এছাড়া ২নং চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী(বাবু), ১নং পাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুবেল, মুক্তিযোদ্ধা মকসেদুর রহমান, লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৩নং ধনতলা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি সহিদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু সহ সকল ভোক্তা ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি প্রতি মাসে কার্ড প্রতি ৩০ কেজি ও প্রতি কেজি ১০ টাকা মূল্যে বিতরণ এর জন্য সরকারি নীতিমালা অনুসরণ করার জন্য অনুরোধ করেন।