রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: আজ শনিবার বালিয়াডাঙ্গীতে সম্প্রতি বন্যার ক্ষতিগ্রস্থ কারণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় রবি মৌসুমে সরিষা ভুট্টা ও পরবর্তী খরিপ এক মৌসুমে কৃষি প্রণদনা কর্মসূচীর শুভ উদ্বোধন হয়।
উদ্বোধন করেন গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি, উদ্বোধন কালে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জুলফিকার আলী, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, কৃষি অফিসার সাফিয়ার রহমান সহ, কৃষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।