14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বামনডাঙ্গা এম এম বহুমূখী স্কুল এন্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত

admin
August 15, 2015 7:55 pm
Link Copied!

শেখ মামুনুর রশিদঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা এম এম বহুমূখী স্কুল এন্ড কলেজে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস নানান কর্মসূচীর মধ্য দিয়ে যথাযগ্যে মর্যাদায় পালিত হয়েছে।

সকাল ৭ টায় জাতীয় ও শোক পতাকা উত্তনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতে পুষ্পু মাল্য অর্পণ করে, পরে একটি শোক র‌্যালী বের করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান প্রধান আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্ত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহঃ শিক্ষক আব্দুর রহিম খান, আব্দুল মালেক, ফায়সাল ফারুক, মমিনুল ইসলাম, হারুণ অর রশিদ ও অভিভাকদের মধ্যে, নুরুজ্জামান মিয়া, শশী মহ্ন, আ’লীগ নেতা আফছার আলী প্রমুখ। পরে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।

http://www.anandalokfoundation.com/