বিনোদন ডেস্কঃ ‘আমি আমার বান্ধবীর বাবার সঙ্গে প্রেম করিনি বরং আমার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছিল। হুমায়ূন আহমেদের কন্যা শীলা আহমেদ আমার বন্ধুর মেয়ে!’ বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে কথাগুলো বলেছেন-অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওন। যিনি বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী।
অনুষ্ঠানে উপস্থাপক জয় প্রশ্ন করেছিলেন ‘আপনি তো হুমায়ূন আহমেদ স্যারের মেয়ে শীলা আহমেদের বান্ধবী ছিলেন। আপনি কীভাবে তার মেয়ের বান্ধবী হয়ে তার বাবার সঙ্গে প্রেমে জড়ালেন? এর প্রেক্ষিতে শাওন ঐ কথা বলেন। শাওন আরো বলেন,‘আপনি না জেনে আমাকে এ অনুষ্ঠানে ডেকেছেন।’
শাহরিয়ার নাজিম জয় ‘সেন্স অব হিউমার’ শিরোনামের অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা নিজেই করেছেন। অনুষ্ঠানে থাকে নাচ, গানসহ রম্য আলোচনা হয়।