ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাজতে যাচ্ছে ‘লাক্স তারকা’ প্রসূন আজাদের বিয়ের সানাই

admin
January 16, 2016 3:24 pm
Link Copied!

বিনোদন ডেস্ক: দেশীয় বিনোদন জগতে শুরু হয়েছে বিয়ের ধুম। নতুন বছরের শুরুতেই জুটি বাঁধেন মডেল অভিনেত্রী নিলয় এবং অভিনেত্রী শখ। এরপরেই সবাইকে অবাক করে দিয়ে বিয়ের খবর জানালেন নাইম এবং নাদিয়া। এবার বুঝি বাজতে যাচ্ছে ‘লাক্স তারকা’ প্রসূন আজাদের বিয়ের সানাই।

হ্যাঁ, খবরটা সত্যিই। খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তিনি। পাত্র তাঁর পূর্ব পরিচিত মোহাইমিন সান। হবু বরের সঙ্গে এখন অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছে প্রসূন। না না, প্রি ম্যারেজ হানিমুনে নয়, সেখানে একটি চলচ্চিত্র নির্মাণের কাজে এখন ব্যস্ত রয়েছেন প্রসূন। আর মোহাইমিন অস্ট্রেলিয়াতেই উচ্চতর পড়াশোনায় ব্যস্ত।

সম্প্রতি প্রসূন বলেছেন, “আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। চাইলে এখনই বিয়ে করে ফেলতে পারি। কিন্তু এই শুভক্ষণে পরিবারের সবাইকে পাশে চাই।”

তাই সিনেমার কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে বিয়ের ‘শুভক্ষণ’ দেখে তবেই বিয়ে।

প্রসূন অভিনীত সিনেমার নাম ‘কুহেলিকা’। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন আহাদুর রহমান। এটি নিয়ে বেশ আশাবাদী প্রসূন।

অভিনেত্রী প্রসূন আজাদের বিয়ের চূড়ান্ত দিন-ক্ষণ জানার অপেক্ষায় রইল ঢালিউডসহ তাঁর সকল ভক্তরা।

http://www.anandalokfoundation.com/