14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাঙালির বড় সেতুবন্ধন হচ্ছে বাংলা নববর্ষ

Rai Kishori
April 14, 2019 6:53 pm
Link Copied!

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, বাঙালি জাতি, ধর্ম ও বর্ণের সবচেয়ে বড় সেতুবন্ধন হচ্ছে বাংলা নববর্ষ।এই অঞ্চলের মানুষ শত বছর ধরে বাংলা নববর্ষ অনুষ্ঠান উদযাপন করে আসছে। আফগানিস্তান থেকে ইন্দোনেশিয়া নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি প্রত্যেকে নিজস্ব বৈশিষ্ট এবং জীবন যাপনের ধারায় মিল রেখে উদযাপন করছে।

মন্ত্রী আজ ঢাকায় ডাক অধিদপ্তর মিলনায়তনে বাংলাদেশ ডাক অধিদপ্তর আয়োজিত শুভ নববর্ষ ১৪২৬ উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব বলেন, বাঙালির জাতীয় জীবনে বাংলা নববর্ষ নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির ক্ষেত্রে পৃথিবীর কাছে অনুকরণীয়।

অনুষ্ঠানে মন্ত্রী স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন। বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে ডাক অধিদপ্তর দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। এই বিষয়ে দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম , ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করেছে ও একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।

জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর এ স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে।
পরে বাংলা নববর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

http://www.anandalokfoundation.com/