13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ যদি গাজা হতে চায় তাহলে ‘বাবর’ হতে কোন বাধা নেই

ডেস্ক
August 26, 2024 10:16 pm
Link Copied!

বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শ্লোগান তুলেছে,”আমরা সবাই বাবর হবো সেভেন সিস্টার স্বাধীন করবো”। তারা ভুলে গেছে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর মৃত্যু দণ্ডাদেশ নিয়ে জেলখানায় ছিলো।দেশ স্বাধীন হলো ৫টি জেলখানা ভেঙে বহু কয়েদি বেরিয়ে গেল।বাবর কিন্তু বেরুতে পারেনি।বেরিয়েছে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায়।আপদকালীন সময়ের এই মুক্তি প্রশ্নবিদ্ধ।
বিএনপির আমলে বাবর ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অস্থিতিশীল করতে চেয়েছিলো।ঢাকা ছিলো জঙ্গিদের হেডকোয়ার্টার।ভারত কিন্তু উলফা জঙ্গিনেতা অনুপ চেটিয়াকে ঢাকা থেকে তুলে নিয়ে গিয়েছিলো।
আর ১০-ট্রাক অস্ত্রের যে চোরাচালান তা ধরা পড়েছিলো চট্টগ্রাম ইউরিয়া সারকারখানার জেটিতে তখন বানিজ্য মন্ত্রী ছিলেন জামাতের আমির মতিউর রহমান নিজামি। যাকে পরবর্তীতে যুদ্ধাপরাধী মামলায় ফাঁসিতে ঝুলতে হয়েছিলো। সেই ১০ট্রাক মামলায় বাংলাদেশের কোর্টে বিচার হয়েছিলো। বিচারে বিএনপির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মৃত্যুদন্ডাদেশ হয়েছিলো। এরপরে বিএনপি কিন্তু আর ক্ষমতায় আসতে পারেনি।
গন পরিষদের নেতারা ১০ট্রাক জিহাদি নিয়ে ভারত আক্রমনের জন্য সীমান্তে যাওয়ার হুমকি দিয়েছে।
বাংলাদেশকে যদি ছাত্রনেতারা ‘গাজা’ বানাতে না চান তাহলে ভারত বিদ্বেষের এসব প্ররোচনা না করাই ভালো।নইলে কি হবে তা গাজাবাসীরাও বুঝতে পারেনি।সেখানেও ভারত বিদ্বেষের মতোই ইসরাইল বিদ্বেষ সমান ভাবে গাজাবাসীর রক্তের সাথে মিশে গিয়েছিলো।পরিনামে গত দশ মাসে ৪০ হাজারেরও অধিক গাজাবাসীর মৃত্যু হয়েছে।এখন বাংলাদেশ যদি গাজা হতে চায় তাহলে একই পরিনতি হবে বরং আরও ভয়ংকর কিছু হওয়ার সম্ভাবনাই বেশি।
বৈষম্য বিরোধী ছাত্রনেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান ড:মুহাম্মদ ইউনুসের ইঙ্গিতেই সেভেন সিস্টার নিয়ে এসব প্ররোচনা মূলক আন্দোলন করছে।ড:ইউনুস বাংলাদেশে আসার একদিন আগে ভারতের এনডি টিভির সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “বাংলাদেশকে যদি কোনভাবে আনস্টেবল করা হয়,তাহলে কেউ স্টেবল থাকবেনা।মায়ানমার ভারত সেভেন সিস্টার্স কেউ না।আর বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে তাহলে সব কিছুই স্থিতিশীল থাকবে।এখন ড:ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান।তাই ছাত্রনেতারা সেভেন সিস্টার্সের আনস্টেবল নিয়ে মিছিল শ্লোগানে আশ্চর্য হওয়ার কিছু নেই।তবে ড:মুহাম্মদ ইউনুস স্যার যদি গাজার হামাস নেতা
ইসমাইল হানিয়া হতে চান তাহলে হতেই পারেন।
http://www.anandalokfoundation.com/