ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদ্‌যাপন যোগ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
December 8, 2021 10:22 pm
Link Copied!

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আজ ভারতে গিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ১১ই ডিসেম্বর কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে ‘ফিফটি ইয়ার্স অভ্‌ ইন্ডিপেন্ডেন্ট অভ্‌ বাংলাদেশ’ বিষয়ে বক্তৃতা প্রদান করবেন। তিনি কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে আয়োজনে মেজর (অব) এ. এস. এম শামসুল আরেফীন সম্পাদিত  “Bangladesh @ 50” এবং সত্যম রায় চৌধুরী সম্পাদিত “Bangabandhu for You” বই দু’টির মোড়ক উন্মোচন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। ফ্রেন্ডস অভ্‌ বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হুমায়ূন কবীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও ফ্রেন্ডস অভ্‌ বাংলাদেশ-এর সভাপতি গৌতম ঘোষ।

http://www.anandalokfoundation.com/