ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ প্রেসক্লাব ইন বার্সেলোনায় বনভোজন অনুষ্ঠিত

Rai Kishori
August 26, 2019 6:56 pm
Link Copied!

হোসাইন ইকবাল, স্পেন থেকেঃ চলো বনভোজনে যাই, আনন্দের রং গায়ে মাখাই, এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেসক্লাব ইন বার্সেলোনার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য্যে বার্সেলোনার অদূরে খেরুনার ( park de la  creueta, sant Marti d’Empuries Girona) গত রোববার এই বনভোজনের আয়োজন করা হয়। অতিথি ছাড়াও প্রায় ২ শতাধিক প্রবাসী অংশগ্রহণে অনুষ্ঠান উৎসবমুখর হয়ে উঠে।

সকালের নাস্তা, দুপরের খাবার আর বিকেলের নাস্তা সহ দিনব্যাপী আয়োজিত বনভোজনের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো নানা বয়সী শিশু-কিশোর-কিশোরীদের দৌড়, যেমন খুশী তেমন সাজো, নারীদের জন্য দৌড়, মার্বেল দৌড়, অংক প্রতিযোগিতা, পুরুষদের জন্য ফুটবল আর সবার জন্য ছিলো র‌্যাফল ড্র। এছাড়াও ছিলো সঙ্গীতানুষ্ঠান। এতে প্রবাসী শিল্পীরা অংশ নেন।

প্রেসক্লাব সভাপতি ময়নুল আবেদিনের সভাপতিত্বে, সাধারন সম্পাদক ওয়াসি উদ্দীন ও সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন হারুন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনিয়ার  প্রধান উপদেষ্টা আউয়াল রহমান , সেক্রেটারি হিরা আলম, সাব্বির আহমদ দুলালও, সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ, আবু তালেব আল মামুন লাভু, জাহানারা জানু, নাসিমা রহমান, শিউলি আক্তার  সহ বার্সেলনার কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইন বার্সেলোনার  যুগ্ন সাধারণ সম্পাদক জেবুন্নেছা, সহ সাধারণ সম্পাদক রাজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল বকসি, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, মহিলা সম্পাদিকা তানিয়া ওয়াসি, এমদাদুল হক রোকন প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ এসোসিয়েশন এন কাতালোনিয়ার সভাপতি মাহারুল ইসলাম মিন্টু  এ আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও যেকোনো সময় যেকোনো সহায়তায় বাংলাদেশ প্রেসক্লাব ইন বার্সেলোনার পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

পরিশেষে সংগঠনের সভাপতি ময়নুল আবেদিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।

http://www.anandalokfoundation.com/