বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ আজ উন্নয়নের সর্বজনীন মডেল। দ্রুত সময়ের মধ্যে দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের সাফল্যকে বিশ্বব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে। দেশীয় ও আন্তর্জাতিক সঙ্কটের জাল ছিন্ন করে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বে নিম্নমধ্যম আয়ের দেশের তালিকায় স্থান করে নিয়েছে বললেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘রূপকল্প ২০২১’কে সামনে রেখে মতায় এসে তার সরকার বাংলাদেশকে পরিকল্পিত ও সুষম উন্নয়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে ুধা-দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার ল্েয ‘বাংলাদেশ প্রেতি পরিকল্পনা প্রণয়ন করেছে।
তিনি বলেন, ২০০৫-০৬ অর্থবছরে উন্নয়ন বাজেট ছিল মাত্র ২৪ হাজার ৫০০ কোটি টাকা, যা ২০১৫-১৬ অর্থবছরে প্রায় চার গুণ বৃদ্ধি পেয়ে ৯১ হাজার কোটি টাকায় পৌঁছেছে। ২০১৬-১৭ অর্থবছরে এক কোটি ১০ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন বাজেট বরাদ্দ করা হয়েছে। তিনি বলেন, বিনিয়োগের েেত্র প্রাধান্য পেয়েছে শিা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো ভৌত ও সামাজিক অবকাঠামো বিনির্মাণের বিষয়গুলো। বিগত বছরগুলোতে অর্থনৈতিক ও সামাজিক খাতে সামষ্টিক অর্থনীতির প্রধান বিষয় যেমন মোট দেশজ আয়, প্রবৃদ্ধি, রফতানি আয়, কর্মসংস্থান, রেমিট্যান্স বৃদ্ধি ও মূল্যস্ফীতি হ্রাস এবং সামাজিক খাতে দারিদ্র্য নিরসন, শিা, স্বাস্থ্য, নারী ও শিশু নিরাপত্তায় অগ্রগতি এবং খাদ্য নিরাপত্তা অর্জনে সরকারের সাফল্য অভূতপূর্ব।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ২০১৬ সালের নমিনাল জিডিপির ভিত্তিতে বিশ্বে ৪৬তম এবং ক্রয় মতার সমতার জিডিপি’র ভিত্তিতে ৩৩তম স্থান অর্জন করেছে। ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১১ উন্নীত হয়েছে। এ বছরের প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ২। বর্তমানে মাথাপিছু আয় ১ হাজার ৪৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। তিনি বলেন, ২০১৬ সালে দেশে দারিদ্র্যের হার এসে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫ শতাংশে। ২০২০ সাল নাগাদ দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগণের সংখ্যা ১৮ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনার ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ২০১৫-১৬ অর্থবছরে চাল উৎপন্ন হয়েছে ৩৪৭ লাখ টন। দেশের দরিদ্র পরিবারের শতভাগ শিশু শিার্থীকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিা স্তরে ভর্তির েেত্র জেন্ডার সমতা অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করে বিদ্যুৎ উৎপাদন বর্তমানে ১৫ হাজার ৩০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। দেশের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। তিনি বলেন, দেশে মোট প্রজনন হার ২ দশমিক ১০-এ নেমে এসেছে, একই সময়ে শিশু মৃত্যুহার প্রতি হাজার জীবিত জন্মে ২৯ জন এবং পাঁচ বছরের নিচের শিশুদের েেত্র ৩৬ জনে নেমে এসেছে, যা ২০১১ সালে ছিল ৪৪ জনে।
প্রধানমন্ত্রী বলেন, মাতৃমৃত্যু হার হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতি এক লাখ জীবিত জন্মে এ হার ১৭০ জনে নেমে এসেছে, যা ২০১১ সালে ছিল ২০৯ জনে। দেশে জনগণের গড় আয়ু বেড়ে ৭০ দশমিক ৯ বছর হয়েছে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য তথ্য প্রযুক্তি ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে ২০১৫ এসে টেলি ডেনসিটি ৭৯ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। ৫ হাজার ২৭৫টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং ৮ হাজার ২০০ ই-পোস্ট অফিস থেকে জনগণকে ২০০ ধরনের ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। বাংলাদেশে এখন ১৩ কোটির বেশি মোবাইল সিম ব্যবহার হচ্ছে। ইন্টারনেট গ্রাহক প্রায় ৬ কোটি। ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল ‘তথ্য বাতায়ন’ চালু করা হয়েছে, যা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে।
শেখ হাসিনা বলেন, অর্থনীতি ও সামাজিক সূচকের অধিকাংশ েেত্রও বাংলাদেশ দণি এশিয়ার এবং নিম্ন আয়ের দেশগুলোকে ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশকে দেখছেন ‘এশিয়ার ইমার্জিং টাইগার’ হিসেবে। তিনি বলেন, প্রাইস ওয়াটার হাউজ কুপার্সের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ বিশ্বের ২৯তম ও ২০৫০ সাল নাগাদ ২৩তম অর্থনীতির দেশে উন্নীত হবে।