ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

admin
June 29, 2018 10:08 pm
Link Copied!

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। বললেন যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়–বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড।

শুক্রবার রাজধানীর ব্রিটিশ হাইকমিশনার আবাসিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় একথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য, যেখানে সব দল ভূমিকা রাখবে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের এখানকার নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে। আমি মনে করি নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তাতে জনমতের প্রতিফলন ঘটবে।

তিনি বলেন, লন্ডনে বিএনপি প্রতিনিধির সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশের স্বার্থে দলটিও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। ওই আলোচনায় বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী পরপর দুটি নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিলের প্রসঙ্গটি এসেছে।

রোহিঙ্গাদের নিপীড়নের দায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাজ্য উল্লেখ করে এই ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে তদন্তের বিষয়টি সামনে চলে এসেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে(আইসিসি) এনিয়ে আলোচনা হচ্ছে। তবে মিয়ানমার আইসিসির সদস্য না হওয়ায় এক্ষেত্রে একটি জটিলতা রয়েছে। এদিকে রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী পাঁচ সদস্য দেশের মতপার্থক্য রয়েছে।

তাই রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্য মিয়ানমারের ওপর কার্যকর উপায়ে চাপ দেয়া এবং রোহিঙ্গা নির্যাতনের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বিচারের বিষয়টি নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা নেয়ার পথে হাঁটছে বলেও উল্লেখ করেন তিনি।

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের প্রশংসা করে মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগণের স্বার্থে, বিশেষ করে বর্ষা মৌসুমে সহায়তা বাড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ।

এসময় আরও উপস্থিত ছিলেন লিঙ্গ সমতা বিষয়ক যুক্তরাজ্যের বিশেষ দূত জোয়ানা রোপার।

উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যু এবং নারী শিক্ষার বিষয়ে আলোচনার জন্য শুক্রবার তিনদিনের সফরে বাংলাদেশের এসেছেন মার্ক ফিল্ড ও জোয়ানা রোপার।

http://www.anandalokfoundation.com/