ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের বিপক্ষে

admin
September 22, 2016 4:01 pm
Link Copied!

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তান দল প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায়।

আগামীকাল তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। এরপর ২৫ তারিখ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে।

তার আগে আজ বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দলে নতুন মুখ মোসাদ্দেক হোসেন সৈকত। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। এবার জাতীয় দলের জার্সি গায়ে ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায়।

চলুন দেখে নিই আফগানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে কে কে আছেন।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড :
১. মাশরাফি বিন মুর্তজা
২. সাকিব আল হাসান
৩. তামিম ইকবাল
৪. সৌম্য সরকার
৫. মাহমুদউল্লাহ রিয়াদ
৬. ইমরুল কায়েস
৭. সাব্বির রহমান
৮. নাসির হোসেন
৯. মুশফিকুর রহিম
১০. মোসাদ্দেক হোসেন সৈকত
১১. তাইজুল ইসলাম
১২. রুবেল হোসেন
১৩. শফিউল ইসলাম ।

http://www.anandalokfoundation.com/