ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপের ফাইনালে খেললে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলা হবে না। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল হবে ৬ মার্চ। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি হবে ৫ মার্চ ভারতের ধর্মশালায়। প্রতিপক্ষ হংকং। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি বিষয়টি নিশ্চিত করেছে।
একদিক থেকে চিন্তা করলে এশিয়া কাপের ফাইনালে খেলতে পারলে বাংলাদেশেরই ভালো। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাবে এশিয়ার অন্য তিন পরাশক্তির যেকোনো এক দলকে। অপরদিকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি হবে দুর্বল হংকংয়ের বিপক্ষে। এ হিসেবে প্রস্তুতি ম্যাচ মিস করলেও কোনো আক্ষেপ থাকার কথা নয়।
আবার বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই ধর্মশালায় খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাবে নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও ওমানকে। গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হওয়ার আগে ম্যাচ ভেন্যুতে প্রস্তুতি ম্যাচ খেললে রণকৌশল সাজাতে সুবিধা হতো বাংলাদেশের। এমনিতেই ধর্মশালার উইকেট ও আবহাওয়া সম্পর্কে কোনো কিছুই জানেন না ক্রিকেটাররা। সেখানে একটি ম্যাচ খেলে নিজেকে ঝালাই করার বড় সুযোগ আছে টাইগারদের সামনে।