বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিনের লোকোমোটিভ (ইঞ্জিন) সংকট নিরসনে, উপহার হিসেবে ২০টি ব্রডগেজ ইঞ্জিন দিয়েছে ভারত সরকার। গতকাল ২৩ মে, মঙ্গলবার দুই দেশের রেলমন্ত্রীর উপস্থিতিতে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ২০টি ব্রডগেজ (বিজি) রেল ইঞ্জিন হস্তান্তর করা হয়। রেলভবন থেকে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও ভারতের রাজধানী নয়াদিল্লিতে রেল মন্ত্রণালয় থেকে ভারতীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব ভার্চুয়ালি এই হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন।
বিকেলে দর্শনা স্থলবন্দর দিয়ে ইঞ্জিনগুলো বাংলাদেশে প্রবেশ করেছে। উল্লেখ্য, গত বছর ১ জুন দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের রেলমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২০টি ট্রেন ইঞ্জিন চাওয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ভারত সরকার এই ইঞ্জিন সরবরাহ করবে বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করে। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ভারত ১০টি ট্রেন ইঞ্জিন দিয়েছিল। এই নিয়ে গত তিন বছরের মধ্যে বাংলাদেশকে ৩০টি ট্রেন ইঞ্জিন উপহার দিল ভারত। বর্তমানে রেলওয়েতে মোট ইঞ্জিন আছে ৩১১টি, যার সঙ্গে যুক্ত হলো আরো ২০টি।
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বিনা পয়সায় বাংলাদেশকে ২০টি রেল ইঞ্জিন দিয়েছে ভারত। এসব রেল ইঞ্জিন অনুদান হিসেবে দিয়েছে ভারত। ইঞ্জিনগুলো ৮ থেকে ১০ বছরের পুরোনো। এগুলো এখন দেশের রেল বহরে যুক্ত হবে। রেলমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর আমল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক। বর্তমানে বাংলাদেশ-ভারত মধ্যে ৮টি রুটে যোগাযোগ চলছে। এখন যুক্ত হবে আখাউড়া-আগরতলা রুট।
ভারতের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, যেসব রেল ইঞ্জিন দেওয়া হয়েছে, সেগুলো আধুনিক, উচ্চ ক্ষমতাসম্পন্ন, ৩ হাজার ৩০০ হর্সপাওয়ার সম্পন্ন। শ্রী বৈষ্ণব আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই উপহারের মাধ্যমে সেই সম্পর্ক আরও সমৃদ্ধ হবে।