14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাকে ধমকানো চলবে না : মমতা

admin
March 29, 2017 11:22 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ ‘বাংলাকে ধমকানো চলবে না। বাংলায় কে কী খাবেন, সেটা তাঁদের নিজেদের ব্যাপার। মানুষই হলো আমার কাছে সবচেয়ে বড় ধর্ম। বাংলার মাটিতে হিন্দু-মুসলিম সবাইকে নিয়ে চলতে হবে। এটাই বাংলার গর্ব। এটাই ভারতের শিক্ষা।’ ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির এক সভার মঞ্চ থেকে এভাবেই ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যে নিজের ধর্মকে ভালোবাসে, সে অপরের ধর্মকেও সম্মান করে। অকারণে ধর্মীয় সুড়সুড়িতে মদদ দেবেন না। আর আপনারা দিল্লিতে বসে অকারণে উত্তেজিত হবেন না। কোনো কাজ করেন না, শুধু রাস্তায় নেমে জিজ্ঞাসা করেন, তুমি হিন্দু না মুসলিম! এসব বাংলার মাটিতে চলবে না।  মনে রাখতে হবে, আমরা যাঁরা রাজনীতি করি, তাঁদের সংবিধান অনুসরণ করে চলা উচিত।’

মমতা এদিন কড়া ভাষায় কেন্দ্রের মোদি সরকারকে কটাক্ষ করে বলেন, ‘ধর্মের নাম নিয়ে দাঙ্গা করার রাজনীতি আমি করি না। আর বাংলার মাটিতে সেটা কাউকে করতেও দেবো না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে চলতে হবে আমাদের। কোনো ভেদাভেদ চলবে না।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘আমার ইফতার অনুষ্ঠানে যাওয়া নিয়ে অনেকে অনেক কথা বলেন। আমি বারবার এই অনুষ্ঠানে যাব। গির্জায় যাব, গুরুদুয়ারায় যাব। তাতে যদি আমার ধর্ম নষ্ট হয়, হবে। মানুষের কাজ করতে পারাটাই আমার কাছে সবচেয়ে বড় ধর্ম।’

http://www.anandalokfoundation.com/