সৈকত দত্ত, শরীয়তপুর থেকে:
রক্তক্ষয়ী ৯ মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বমানচিত্রে লাল সবুজের প্রতিক বাংলাদেশ। স্বাধীনতার ৪৬ বছরে বাংলাদেশ বিশ্বরাজনীতির শিকার হয়েছে বহুবার। বিশ্বমানচিত্রে বাংলাদেশ স্থান পেয়েও আজ অবধি বাংলাদেশের রাজনীতি নিয়ে ষড়যন্ত্র হয়েছে একাধিকবার। প্রতিবন্ধকতা, ষড়যন্ত্র আর রাজনীতি সামলে নিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ও যাচ্ছে বাঙ্গালী জাতি।
অভিযোগ আছে বা নেই এমন দোচালে থমকে যায় বাঙ্গালী জাতির স্বপ্নের পদ্মাসেতু। দুর্নীতি হয়েছে এমন অভিযোগ এনে বিশ্বব্যাংক আটকে দেয় চুক্তি হওয়া অর্থ। ‘পদ্মাসেতু’ নিয়ে বাংলাদেশ বিশ্ব রাজনীতির ষড়যন্ত্রের আরেকটি অধ্যায় অতিক্রম করেছে। বাঙ্গালীর স্বপ্ন দমিয়ে রাখতে বিশ্বব্যাংকে ষড়যন্ত্র সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ বলেই প্রমাণিত হয়েছে।
পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের নাটক শুরু প্রায় সাড়েপাঁচ বছর পূর্বের। ২০১১ সালের ২৮ এপ্রিল পদ্মা সেতুর ভাসমান অবস্থায় ঘটা করে ঋণচুক্তি স্বার করেছিল বিশ্বব্যাংক। একক অর্থায়নে এশিয়ার মধ্যে তখন পদ্মা সেতু প্রকল্পই ছিল বিশ্বব্যাংকের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। সে কারণে পদ্মা সেতু চুক্তিস্বার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিশ্বব্যাংকের তখনকার ব্যবস্থাপনা পরিচালকও।
বিশ্বব্যাংক পদ্মা সেতু চুক্তির পাঁচ মাসেই মুখ ফিরিয়ে নেয়। চুক্তির বছরের সেপ্টেম্বর মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদ্মাসেতু প্রকল্পে ‘উচ্চপর্যায়ে দুর্নীতির ষড়যন্ত্রের’ অভিযোগ আনে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বা সহঅর্থায়নে চুক্তিবদ্ধ এডিবি ও জাইকার কেউই তখনো পর্যন্ত ঋণের কোনো কিস্তি ছাড়েননি। তাই দুর্নীতির ষড়যন্ত্রটি কোন পর্যায় থেকে শুরু এবং এতে কে বা কারা কতটুকু জড়িত তা স্পষ্ট ছিল না। সংস্থা বা সরকারের প থেকেও দূর্নীতির বিষয়টি পরিষ্কার করা হয়নি। প্রমাণ ছাড়াই বরাদ্দকৃত অর্থ আটকে দেয়। প্রধান দাতা প্রতিষ্ঠানের সাথে সাথে মুখ ফিরিয়ে নেয় অন্যান্য দাতা প্রতিষ্ঠানও।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিশ্বব্যাংকের এমন আচরণে হাল ছাড়েনি। হাল ছাড়েননি বাংলাদেশ। সকল অভিযোগ উপেক্ষা করে পদ্মার বুকে দৃশ্যমান করেছেন বাঙালি জাতির স্বপ্ন পদ্ম সেতু। প্রমাণ করেছেন, “বাংলাদেশ সরকারের চ্যালেঞ্জের অপর নাম পদ্মাসেতু”।
প্রধানমন্ত্রীর দৃঢ় মনোবল সমর্থন জুগিয়েছে আর শক্তি-সাহস দিয়েছে অদম্য বাঙ্গালী জাতি। বিশ্বব্যাংকে ‘না’ ‘না’ বলে দেওয়ায় সাধারণ মানুষেরাই পদ্মা সেতুর নামের প্রকল্পের দায় ঘারে চাপিয়ে নেয়। নিজস্ব অর্থায়নে বাঙ্গালী জাতির অদম্য মনবলে দুর্বার গতিতে এগিয়ে চলছে পদ্মাসেতুর নির্মাণ কাজ। পদ্মার তলদেশ থেকে প্রতিদিনই বুনন হচ্ছে জাতির স্বপ্ন পদ্মা সেতু। পদ্মার উত্তাল ডেউয়ে দোল খাচ্ছে বাঙালির স্বপ্ন, পদ্মা চরের মরিচিকার মতো স্বপ্ন আজ দৃশ্যমান পদ্মা সেতু। সকল কান্তি আর অপমান বাঙ্গালী জাতি পিছনে ফেলে পদ্মায় স্বপ্নের সেতু দেখছে।
বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ করেই ২০১৫ সালের ১২ ডিসেম্বর মূল সেতুর কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে প্রকল্প উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ আরেকবার বিশ্ববাজারে মাথা উচুঁ করে দাঁড়ানোর সুযোগ পেল। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবরই বলেন, উন্নয়নে চ্যালেঞ্জ থাকবেই। আমরা সে চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করছি, সেটাই বড় কথা। বিশ্বব্যাংকের ভূমিকার কথা এখন পেছনের ইতিহাস। আমরা সামনে যেতে চাই। নির্ধারিত সময়েই পদ্মাসেতুর কাজ সম্পন্ন হবে এবং এটাই এখন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে যথা সময়েই কাজ সম্পন্ন হবে।