বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হক শাহিনের স্ত্রী ও সমাজকর্মী মিতা আক্তারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মাননীয় আহ্বায়ক (মন্ত্রী পদমর্যদা) আবুল হাসানাত আবদুল্লাহ, এমপি।
তিনি আজ এক শোক বিবৃতিতে বলেন, মিতা আক্তার ছিলেন একজন সৎ, পরোপকারী ও নি:স্বার্থ সমাজকর্মী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মিতা আক্তার গতরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।