বরিশাল প্রতিনিধিঃ বরিশালে আজ থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা। জেলার নবগ্রাম রোডের পাশে ১০ একর জমিতে প্রথমবারের মতো এ ইজতেমার আয়োজন করা হয়েছে।
ইজতেমা পরিচালনা কমিটি জানায়, ভোরে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এই ইজতেমা। তবে গতকাল থেকেই ইজতেমা ময়দানে সমবেত হতে শুরু করেছেন স্থানীয়রা ছাড়াও দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে ইজতেমা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
মোতায়েন আছে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ছাড়াও র্যাব। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
বরিশালে আজ থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা। জেলার নবগ্রাম রোডের পাশে ১০ একর জমিতে প্রথমবারের মতো এ ইজতেমার আয়োজন করা হয়েছে।
ইজতেমা পরিচালনা কমিটি জানায়, ভোরে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এই ইজতেমা। তবে গতকাল থেকেই ইজতেমা ময়দানে সমবেত হতে শুরু করেছেন স্থানীয়রা ছাড়াও দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে ইজতেমা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
মোতায়েন আছে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ছাড়াও র্যাব। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।