ফরিদপুৃর জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে “ জলাশয়ে সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্প” এর আওতায় ২০২১-২০২২ইং অর্থ বছরে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের অধীনে ভেল্লাকান্দি বদ্ধ জলাশয় (অংশ-৩) এর পূনঃ খনন কার্যক্রমের অধীনে আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান (বাবু) বাড়ীর সামনের জলাশয় থেকে মোঃ সাইদুর রহমান জুয়েল খাঁনের বাড়ীর পিছনের জলাশয় পর্যন্ত শুক্রবার খননের কাজ শুরু করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা এর ছোট ভাই রুপাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সাধারন সম্পাদক মোঃ সামসুল আলম মোল্যা সোনা, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সালাম মন্ডল, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও জনদরদী মোঃ বিল্লাল হোসেন সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
জানা যায় এই জলাশয় পূনঃ খনন হলে দেশে মাছের উৎপাদনে আমিষের চাহিদা পূরন হবে এবং ইউনিয়নের বেকার যুবকদের বেকার সমস্যা সমাধান বলে আশা করেন।
ঠিকাদার মোঃ নায়েব আলী শেখের মাধ্যমে জানা যায় মোট আয়তন ১ হেক্টর, প্রকৃত মাটি খনন ৭২২৭.৭৪ ঘন মিটার এবং ব্যয় হবে ৮,৯৯,৪৯৪.১০টাকা ।