13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বড় লোকের অত্যাচারে গরীব অতিষ্ঠ

Rai Kishori
October 1, 2024 8:48 pm
Link Copied!

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে রাজধরপুর গ্রামের একটি বড়লোক পরিবারের অত্যাচারে একই গ্রামে একটি বিধবা অসহায় পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে

সংবাদ শুনে সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায় রাজধরপুর গ্রামের আনন্দ বকসী তার প্রতিবেশী বিধবা সুনিতি সরকার এর নিকট থেকে জমি কিনে বিল্ডিং করে ছাদের পানি দিয়ে অত্যাচার করছে। আনন্দ বকসীর বিল্ডিং এর ছাদের পানি বের হওয়ার কোন সু-ব্যবস্থা করেন নাই। এ ব্যাপারে বিধবা অসহায় পরিবারের সাথে কথাবাত্রা বলে জানা যায় তাদের কাছ থেকে জমি কিনে বিল্ডিং করে অত্যাচার চালিয়ে যাচ্ছে ।

তারা আরও বলেন প্রকৃতির বৃস্টি হওয়ার সময় আমাদের কোন সমস্যা নাই। বড়লোক আনন্দ বকসীর ছাদের পানি ধীরে ধীরে পড়ে আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে, তারা অনেকের কাছে বলে কোন ব্যবস্থা করতে পারে নাই।

তাছাড়া আমরা অসহায় বিধবা মানুষ আমাদের তেমন কোন অর্থ নাই যে আমরা আমাদের বাড়ীতে মাটি দিয়ে বাড়ী উচু করবো বা ড্রেন লাইন করবো।

আনন্দ বকসীর বিল্ডিং এর ছাদের পানি বিধবা সুনিতি সরকারের বাড়ীতে পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি আমার বিল্ডিং এর ছাদের পানি যাতে তার বাড়ীতে না পড়ে সে ব্যবস্থা তিনি করবেন। পক্ষান্তরে তার যাতে আর কস্ট না হয় তার-সুব্যবস্থা করার জন্য সবার নিকট দাবীদার।

http://www.anandalokfoundation.com/