ফ্রান্সের রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা এখন কেবল দেশের নাগরিকদের জন্যই গভীর উদ্বেগের নয় বরং ইউরোপের জন্যও একইরকম উদ্বেগের। ফ্রান্সকে ঐতিহ্যগতভাবে ইউরোপীয় ইউনিয়নের আদর্শিক ও রাজনৈতিক অশ্বশক্তির চালিকাশক্তি হিসেবে দেখা হয়।
এই চালিকাশক্তি এখন বিশৃঙ্খলায় পর্যবসিত হচ্ছে।ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সরকারের পতন হয়েছে। প্রধানমন্ত্রী পদে নিয়োগ পাওয়ার মাত্র তিন মাসের মাথায় সরে যেতে হচ্ছে বার্নিয়েকে। গত সোমবার সামাজিক নিরাপত্তা বাজেট বিশেষ ক্ষমতা খাটিয়ে ভোটাভুটি ছাড়াই পার্লামেন্টে পাস করিয়ে অনাস্থা ভোটের মুখে পড়ার ঝুঁকি নিয়েছিলেন তিনি।
এখন বিশ্বজুড়ে অস্থিতিশীলতার সময়। ফ্রান্সই কেবল অভ্যন্তরীন রাজনৈতিক বিরোধে বিভক্ত ও লক্ষ্যচ্যুত নয়। ইউরোপের অর্থনৈতিক পাওয়ার হাউস জার্মানিতেও জোট সরকারের পতন হওয়ার জেরে- আগামী ফেব্রুয়ারিতে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে থাকা দুই দেশের এই অস্থিরতা জোট হিসেবে সমগ্র ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতে সম্প্রসারণবাদী ও আগ্রাসী ক্রেমলিনের সামনে নিজেদের শক্তি এবং ঐক্য বজায় রাখার সংকল্প ইউরোপ দেখাতে পারবে কিনা প্রশ্ন সেটি।
ভূরাজনীতির গুরুত্বপূর্ণ এ সময়ে ইইউ-য়ে নেতৃত্বের সংকট আছে। রাডারবিহীনভাবে চলার মতোই অনুভব করতে শুরু করেছে ইইউ। ইউরোপের দেশে দেশে আরও বেশি স্বৈরশাসকের উত্থান ঘটছে। হাঙ্গেরি, স্লোভাকিয়া ও রোমানিয়ায় রাশিয়ার প্রতি সহানুভূতিশীল নেতাদের উত্থান ঘটছে। আর সেখানে দেশের অভ্যন্তরীন অস্থিরতায় দুর্বল হয়ে লক্ষ্যচ্যুত হচ্ছে ফ্রান্স ও জার্মানি।
তাছাড়া, অবিচলভাবে ইউক্রেইনের পাশে থাকার প্রতিশ্রুতি ইউরোপ আগামী দিনগুলোতে রক্ষা করতে পারবে কি না সেটিও প্রশ্নও। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি কিইভকে মার্কিন সামরিক সহায়তা দেওয়া কমিয়ে দেন বা বন্ধ করে দেন- সেক্ষেত্রে ইউরোপ কী করবে সে বিষয়টি অনিশ্চিত।
ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সই একমাত্র বড় সামরিক শক্তি। হোয়াইট হাউজে ট্রাম্পের ফেরা নিয়েও ইইউ ও ইউরোপ উদ্বেগে আছে। কারণ, ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি এবং ইউরোপীয় প্রতিরক্ষা ব্যয় নিয়ে ট্রাম্পের ক্ষোভ কীভাবে রাজনৈতিক বাস্তবতায় ফেটে পড়ে সেটি দেখার বিষয়।ফ্রান্সে বাস্তবিক অর্থেই রাজনৈতিক অস্থিরতা শেষ হওয়ার লক্ষণ নেই। প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করলেও পার্লামেন্ট তিনটি রাজনৈতিক ব্লকে বিভক্ত হয়ে থাকবে। সংস্কার ও নতুন বাজেট প্রশ্নে ব্লকগুলো একে অপরকে জিম্মিও করতে পারবে।
ফ্রান্সের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে করদাতারা জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বিগ্ন। ইউরোজোনের বাদবাকীরাও অস্বস্তিতে আছে। রাজনৈতিক অস্থিরতার কারণে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইউরোর মান কমতে পারে বলে তারা শঙ্কিত। ইউরোপীয় ইউনিয়নের সর্ববৃহৎ অর্থনীতির দেশ জার্মানিও সমস্যায় আছে।ফ্রান্সে যা ঘটছে বহির্বিশ্বে তা প্রভাব ফেলার আরেক কারণও আছে। আর তা হচ্ছে ফ্রান্স ইউরোজোনের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ। তাদের বাজেট ঘাটতি বেড়ে তা ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ডকে ছাড়িয়ে যাচ্ছে। একইভাবে ফরাসি সরকারের ঋণ ইউরোপের চোখ কপালে তুলে দিচ্ছে।