14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফেলে যাওয়া শিশু ফিরে পেলো বাবাকে

Brinda Chowdhury
April 3, 2021 6:41 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল (যশোর): বেনাপোলে এক চায়ের দোকানে ফেলে যাওয়া   ।
শনিবার (৩ এপ্রিল)  দুপুর ১২ টার সময় বেনাপোল পোর্ট থানার পুলিশ শিশুটিকে তার বাবার কাছে হস্তান্তর করেন। উদ্ধার হওয়া শিশুটি বেনাপোল পৌর এলাকার সাদিপুর গ্রামের কালু মিয়ার ছেলে আলিফ হাসান।
পুলিশ জানান, গতকাল (২ এপ্রিল) রাত ৮ টার সময় বেনাপোল বাজারে এক চায়ের দোকানে শিশুটিকে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যায় তার মা। এসময় সে চায়ের দোকানদার তোফাজ্জেল হোসেন শিশু আলিফ হাসানকে নিয়ে এসে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। পরবর্তীতে শিশুটির ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বাংলানিউজসহ কয়েকটি পত্রিকায়া সংবাদ প্রকাশ হলে শিশুটির পিতার নজরে আসে।  আজ দুপুর ১২ টার সময় শিশুটির পিতা থানায় এসে উপযুক্ত প্রমান দিলে শিশু আলিফ হাসানকে তার পিতার কাছে হস্তান্তর করা হয়।
শিশুটির পিতা কালু মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার রাতে  তার স্ত্রী তাকে ফোন করে বলে ছেলে আলিফকে বেনাপোল বাজারে এক চায়ের দোকানে শিশুটিকে রেখে চেলে গেছে সে। পরে বেনাপোল বাজারে বিভিন্ন চায়ের দোকানে শিশুটিকে খোজ করে পাওয়া না গেলে আজ সকাল সাড়ে ১১ টার সময়  তার এক আত্মীয় মাধ্যমে জানতে পারে শিশুটি থানায় আছে। পরবর্তীতে থানায় যেয়ে উপযুক্ত প্রমান দিয়ে তার ছেলেকে ফিরে পায় তিনি।
তিনি আরো জানান, ভারতে থাকা অবস্থায় তার স্ত্রীর সাথে দুই বছরের চুক্তিতে বিবাহ করে ছিলেন। পরবর্তীতে চুক্তি শেষে তারা স্বাভাবিক ভাবে সংসার করে আচ্ছিলো। কিন্তু হঠাৎ কিছু দিন ধরে তার স্ত্রীর সাথে সাংসারিক কোলাহল চলছিলো। তার ই জের ধরে গতকাল রাতে তার ছেলেকে বাজারে নিয়ে গিয়ে ফেলে পালিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মামুন খান জানান, শিশুটির বাবা থানায় এসে উপযুক্ত প্রমান দিলে শিশু আলিফকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
http://www.anandalokfoundation.com/