এক সময়কার টালিউডের বাণিজ্যিক সিনেমায় নিয়মিত ও অনবদ্য নায়িকা স্বস্তিকা মুখার্জী। একটা সময় কলকাতার বাংলা সিনেমার দ্বারা সকল সিনেমা প্রেমিদের মন জয় করেছেন তিনি । শাকিব খানের সাথে ২০০৯ সালে স্বস্তিকা ‘সবার উপরে তুমি’ নামে বাংলাদেশ-ভারতের একটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছিলেন।
তবে স্বস্তিকা বর্তমানে কলকাতার ভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করছেন। বাণিজ্যিক সিনেমার জগত থেকে নিজেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। এছাড়া ওয়েব সিরিজেও কাজ করছেন তিনি। বর্তমান সময়ে স্বস্তিকাকে বেশির ভাগ সিনেমাতেই খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে।
নাট্যনির্মাতা পারভেজ আমিন এবার সেই স্বস্তিকাকে নিয়েই সিনেমা বানাতে চাইছেন । এই নির্মাতা সম্প্রতি কলকাতায় স্বস্তিকার সঙ্গে সেই প্রসঙ্গে আলোচনা করে দেশে ফিরেছেন। তিনি আশা করেন সবকিছু ঠিক থাকলে আসছে জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এখন কলকাতায় ছবির স্ক্রিপ্টের কাজ চলছে। তবে স্বস্তিকাকে এখনও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করেননি নির্মাতা। আপাতত এই অভিনেত্রী গল্প পছন্দ করেছেন। এমনটাই জানিয়েছেন নির্মাতা।
এদিকে গেল কয়েক বছর ধরেই বাংলাদেশের বিভিন্ন নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান কলকাতার বিভিন্ন নায়ক-নায়িকা নিয়ে সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন। সেসব সংবাদ গণমাধ্যমেও প্রকাশ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সেই সিনেমার বেশির ভাগই নির্মাণ হয়নি। অনেকেই নিজেদের আলোচনায় রাখতে পশ্চিমবঙ্গের শিল্পীদের নিয়ে কাজের ঘোষণা দিয়েছেন। এমন অবস্থায় দর্শকরাও এধরনের খবরে বিরক্ত। ফলে সিনেমা মুক্তি না দেয়া পর্যন্ত কেউই তা বিশ্বাস করতে চাইছেন না।