নভেম্বর মাসটিকে ফুসফুসের ক্যান্সারের সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। ফুসফুসের ক্যান্সার নিয়ে নানারকম ধারণা রয়েছে। ফুসফুসের ক্যান্সার বর্তমানে বেড়ে চলেছে। এই ক্যান্সারের কারণে মৃত্যুর হারও বেশি।
এই ধারণাগুলোর বেশিরভাগই ভুল। ভারতের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সুভাষ আগরে কিছু তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফুসফুসের ক্যান্সারের প্রধান উপসর্গ হলো কাশি, দুর্বলতা, ক্লান্তি, ক্ষুধা কমে যাওয়া, ওজন কমতে থাকা। এছাড়া নিউমোনিয়ার মতো সংক্রমণ দেখা দিতে পারে।
ফুসফুসের ক্যান্সার নিয়ে কিছু ভুল ধারণা-
১. যারা ধূমপান করেন শুধু তাদের ফুসফুসে ক্যান্সার হয়। এই ধারণা মোটেও ঠিক নয়। সিগারেটের ধোয়া শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে যাদের শরীরে যাচ্ছে তাদেরও এই ক্যানসার হওয়ার ঝুঁকি রয়েছে।
২. বয়স্কদের মধ্যেই শুধু ফুসফুসের ক্যান্সার দেখা যায়। এটাও ভুল ধারণা। বিশেষজ্ঞদের মতে, এই রোগ যেকোনো বয়সেই দেখা দিতে পারে। শিশুদের ফুসফুসেও ক্যান্সার হতে পারে।
৩. অনেকে মনে করেন ফুসফুসে ক্যান্সার এড়ানো যায় না। হওয়ার থাকলে হবেই। এই ধারণাটি বিজ্ঞানসম্মত নয়। ফুসফুসের ক্যান্সার এড়াতে হলে ধূমপান ছাড়া দরকার। এছাড়া দূষণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। পাশাপাশি নিয়মিত ভালো খাবার খেলে এই রোগের আশঙ্কা অনেকটাই কমে। রোজ ব্যায়াম করলেও ফুসফুস ভালো থাকে।
৪. ক্যান্সার হয়েছে মানে বাঁচার কোনো পথ নেই এটা ঠিক নয়। অনেকেই ক্যান্সার জয় করে ফিরেছে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত। ফলে এমনটা মনে করার কারণ নেই। তবে সঠিক সময়ে ধরা পড়তে হবে। প্রাথমিক পর্যায় ক্যান্সার ধরা পড়লে সহজেই এ থেকে মুক্তি পাওয়া যেতে পারে।