ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফিরোজ রশিদের গুন্ডা বাহিনীর আক্রমন লজ্জাজনক-ববি হাজ্জাজ

admin
December 16, 2018 5:51 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ গণঐক্য সমর্থিত ঢাকা-০৬ আসনে ‚হারিকেন“ প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নির্বাচনী কার্যালয়ে পুনরায় হামলা হয়েছে।

গতকাল রাত ০৯.১৩ মিনিটে ‚নাঙ্গল“ প্রতীকের পক্ষে শ্লোগান দিয়ে কতিপয় দূর্বৃত্ত ওয়ারি থানা সংলগ্ন ববি হাজ্জাজের নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় এবং নির্বাচনী প্রচারণা সামগ্রী নষ্ট করে।

এই নিয়ে উপুর্যপুরি ভাবে প্রতিপক্ষের হামলার শিকার হলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নির্বাচনী দল। এই ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ববি হাজ্জাজ বলেন ‚মহান বিজয় দিবসের পূর্ব মুর্হুতে বর্তমান সাংসদ কাজী ফিরোজ রশিদের প্রত্যক্ষ মদদে এই হামলা লজ্জাজনক। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে।

বারবার হামলা আর পুলিশের নির্লিপ্ত ভূমিকাই প্রমান করে একতরফা নীল নকশার নির্বাচনের পথে হাঁটছে ইসি। আমরা এই কাপুরোষিত আচরণের তীব্র নিন্দা জানাই।“

http://www.anandalokfoundation.com/