আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ঘরের সামনে কড়া নাড়ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ¦ খাজা মোস্তফা আমীর ফয়সল সাহেব ফরিদপুর-৪, (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) আসনে ব্যাপক গণসংযোগ করেন। কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বুধবার (১৭ অক্টোবর) ভাঙ্গা ও সদরপুর উপজেলার বিভিন্ন বাজারে এ গণসংযোগ করতে দেখা যায়।
এসময় ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া, সদরপুর উপজেলা জাকের পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক ব্যাপারী, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মোল্যা, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি রাজা হোসেন খান, ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সভাপতি রওশন আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংগঠণিক সম্পাদক বায়েজিদুর রহমানসহ জাকের পার্টির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে মোস্তফা আমীর ফয়সল সব শ্রেনী পেশার মানুষের খোজখবর নেন এবং তাদের মাঝে গোলাপ ফুলের দাওয়াত পৌঁছে দেন। এসময় সাধারণ মানুষ আনন্দে আত্মহারা হয়ে আমীর ফয়সলকে জড়িয়ে ধরেন। আমীর ফয়সলের কথা শুণে শত শত মানুষ পঙ্গপালের মতো ছুটে আসেন।