ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১২ ই মে সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভার আযোজন করেন জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এসময় ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ঝর্ণা হাসান, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আগামী ১২ই মে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করার জন্য প্রত্যেক নেতাকর্মীকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। ফরিদপুর জেলা আওয়ামীলীগের আগামী সম্মেলনের মাধ্যমে যেন সৎ, যোগ্য, কর্তব্যনিষ্ঠ ও দলের জন্য নিবেদিত প্রাণ একটি কমিটি গঠন করা যায় সেই লক্ষ্যে সবাই যেন কাজ করে।আর এর মাধ্যমে ফরিদপুর জেলা আওয়ামীলীগ যেমন একটা ভাল কমিটি পাবে, সেইসাথে মাননীয় প্রধানমন্ত্রীর হাত আরও শক্তিশালী হবে।
সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।