ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্য নিহত

Link Copied!

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আবুল বাসার নামের এক বিমান বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার ভোর চারটার দিকে ফরিদপুর সদর উপজেলাধীন ধূলদী বাজার পাওয়ার প্লান্ট সংলগ্ন মাগুরা – ঢাকা হাইওয়ে রাস্তার উপর ঢাকা থেকে আগত কাভার্ড ভ্যান ঢাকা-মোট্রো ম ১৪-০৪২৭ দ্রুত গতিতে চলাকালীন সময়ে অসতর্কতা অবস্থা অজ্ঞাত কোন গাড়ির সাথে পিছনে ধাক্কা লাগে কাভার্ড ভ্যানের সামনের কেবিন দূমড় ও মুচড়ে যায় এবং কেবিনে থাকা বিমানবাহিনীর সদস্য বিডি ৪৬৬৯৩৬ সার্জেন্ট মোঃ আবুল বাসার গ্রামঃ কাকরা, পোস্টঃ নাসিরাবাদ, থানাঃ আশা শুনি, জেলাঃ সাতক্ষিরা ঘটনাস্থলে নিহত হন।

এ ব্যাপারে করিমপুর হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস বলেন ঢাকা থেকে আগত কাভার্ড ভ্যানটি হয়তো বড় কোন ট্রাক বা গাড়ির সাথে ধাক্কা লাগায়, যারফলে কাভার্ড ভ্যানের সামনের আংশ দুমড়ে মুচড়ে যায় এবং বর্ণিত বিমান সদস্য নিহত হন। কাভার্ড ভ্যান এর ডাইভার কে এখনো খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে লাশ কাভাড় ভ্যান গাড়ি করিমপুর হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাস মায়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

http://www.anandalokfoundation.com/