ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভাঙ্গার সীমান্তবর্তী মুকসুদপুর উপজেলার রাঘদী এলাকায় মালভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঝিনাইদহ জেলার ড্রাইভার শাহীন (৩৪) ও কুষ্টিয়া জেলার হেলপার সজিব (৩২) ঘটনাস্থলে মারা যায়।
অপরদিকে ভোরে ভাঙ্গা উপজেলার বিশ্বরোড চৌরাস্তা এলাকায় বরিশালগামী কভারভ্যান ও উল্টো পথে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের যাত্রী মাছ ব্যবসায়ী গোয়ালডাঙ্গী গ্রামের ছোরহাব কাজীর পুত্র লুৎফর কাজী (৩৫) ঘটনাস্থলেই মারা যায়, এসময়ে আহত হয় ভ্যান চালক আলামিন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওমর ফারুক জানান, ভাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ড্রাইভারসহ ৩ জন মারা গেছে। বিশ্বরোডে একটি কভারভ্যানের ও ভ্যানের সাথে সংঘর্ষে একজন ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাঘদী এলাকায় ২জন মারা গেছে। নিহতের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।