ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পুলিশী অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার-৪৩

নিউজ ডেস্ক
January 26, 2022 7:28 pm
Link Copied!

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ৫১১ পিস ইয়াবা ট্যাবলেট, ৫টি চোরাই মোটর সাইকেল, ৩টি ব্যাটারি চালিত অটোরিক্সা, ১৪টি মোবাইল ফোন ও ৪২টি সিম কার্ডসহ ১১জন আসামিকে গ্রেফতার করা হয়। জেলায় মোট ৯ টি মামলা রুজু করা হয়।

নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ২৩ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়।

ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ফরিদপুরের অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম মঙ্গলবার ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে রাসেল শেখ (৩৫), পিতা-রিপন শেখ, সাং-পানকুঞ্জু থানা-দোহার জেলা-ঢাকা বর্তমান ভাসমান, বাদশা ফকির (৩৮), পিতা-চাঁন মিয়া ফকির, সাং-দক্ষিণ চর মাধবদিয়া ছনের টেক, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, আমান শেখ (২৬), পিতা-শহিদ শেখ, সাং-প্রভাকরদি, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ, মিরাজ মোল্যা(৩০), পিতা-শাহীন মোল্যা, সাং-রঘুনন্দনপুর (মুসলিম মিশনের পিছনে) থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, পলিন শেখ(২৪), পিতা-মৃত ছরোয়ার খান, সাং-বাউশখালী, থানা-সালথা, জেলা-ফরিদপুরদেরকে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫টি চোরাই মোটর সাইকেল এবং ৩ টি ব্যাটারি চালিত রিক্সাসহ গ্রেফতার করা হয়।

উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মাদক মামলা ও একটি চুরি মামলা রুজু করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ভাংগা সার্কেল) ও অফিসার ইনচার্জ, ফরিদপুর সার্বিক সহযোগিতায় এসআই(নিঃ) মোঃ আবুল কালাম আজাদ সংগীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানাধীন কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামের দেওড়া বিলের মাঝে খালের পূর্ব পাড়ে জনৈক লাকু হাওলাদার এর আবাদী জমির পাশে কথিত রবি ইজি লোড অফিসে গত মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে মোঃ রফিক মোল্লা(২৭), পিতা- লাল চাঁন, সাং- আটরা ভাসরা, মোঃ মিন্টু ওরফে মন্টু(৩২), পিতা- মৃত হামেদ ওরফে হামিদ শেখ, সাং-সোনামুখীরচর, মোঃ মিলন(২৩), পিতা-মোহাম্মদ আলী, সাং-জাঙ্গালপাশা, মোঃ সোহেল(২৫), পিতা-সাহেব আলী, সাং-মিয়াপাড়া, সর্ব থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরদের গ্রেফতার করেন। ঐ সময় ঘটনাস্থল হতে তাদের ৩(তিন) সহযোগী পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে বিভিন্ন কোম্পানীর এন্ড্রোয়েট ও বাটন ১৪ টি মোবাইল সেটসহ ৪২ টি সিম উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা সকলে ইয়াবা সেবী(মাদকাসক্ত) এবং দীর্ঘদিন যাবৎ তারা পরস্পর যোগসাজসে মোবাইল ফোনে বিশেষ এ্যাপস ব্যবহার করে নিজেদের রবি ইজি লোড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে, রবি ইজি লোড দোকানদারদের মোবাইল নম্বরে ম্যাসেজ পাঠিয়ে সু-কৌশলে রবি ইজি লোড মোবাইল দোকানদারদের কৌশলে পিন কোড জেনে নিয়ে তাদের এ্যাকাউন্টে থাকা রবি ইজি লোডের অর্থ প্রতারণামূলক ভাবে নিজেদের রবি ইজি লোড এ্যাপস-এ স্থানান্তর করে আত্মসাৎ করে আসছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং জিডিটাল নিরাপত্তা আইনে পৃথকভাবে ২ টি মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভাংগা থানা পুলিশ কর্তৃক ৩টি মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ৯ জন আসামি গ্রেপ্তার করা হয়।

কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ৩টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ১২ জন ও গ্রেফতারি পরোয়ানা মূলে ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সদরপুর থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাঈদ ওরফে শাহিন মাতুব্বর, পিতা- কোমর উদ্দিন মাতুব্বর, আসাদ শেখ, পিতা- শেখ নিজাম, উভয়- সাং চরদড়ি কৃষ্ণ, থানা- সদরপুর, জেলা- ফরিদপুরদের ১৫১(একশত একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানা মূলে ৪ জন আসামি গ্রেফতার করা হয়।

চরভদ্রাসন থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়।

নগরকান্দা থানা পুলিশ কর্তৃক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন নিয়মিত মামলার আসামি গ্রেফতার করা হয়।

বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানা মূলে ১ জন আসামি গ্রেফতার করা হয়।

এছাড়াও ফরিদপুর ট্রা‌ফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা – ৮ টি,
নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ১১ টি, আদায় কৃত জর‌মিানার প‌রিম‌ান- ৩৯ হাজার টাকা, আটক স‌ংখ‌্যা- মোটর সাইকেল- ১ টি , ইজিবাইক ৫ টি ।

ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

http://www.anandalokfoundation.com/