আবু নাসের হুসাইন, ফরিদপুর থেকে: ফরিদপুরে আপত্তিকর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জেলার কোতয়ালী থানধীন পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সুমন মোল্যা (৩৫) নামে এক প্রতারককে আটক করেছে র্যাব। র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অভিযান চালানো হয়।
র্যাব-৮ জানায়, ভাঙ্গা থানা এলাকার ২০ বছর বয়সী এক তরুণীর ধর্ষণ পূর্বক আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোঃ সুমন মোল্যা @ গোলজার মোল্যা(৩৫), পিতা-মৃত খালেক মোল্যা, সাং-উজানচর রমজান মাতুব্বর পাড়া, থানাঃ গোয়ালন্দঘাট, জেলাঃ রাজবাড়ীকে আটক করা হয়েছে। ঐ তরুণীর সাথে অভিযুক্ত সুমন মোল্লার হামিরদী এলাকায় আনুমানিক ৭/৮ বছর পূর্বে পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরেই সুমন মোল্লা তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। আনুমানিক ৩ মাস পূর্বে অভিযুক্ত সুমন মোল্লা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারন করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ঐ তরুণীর অভিভাবকের নিকট থেকে বিভিন্ন সময় অর্থ দাবী করে আসছিল। পরবর্তীতে উক্ত ভিকটিম তার এই আপত্তিকর ছবি ও ভিডিও বিভিন্ন জনের মোবাইলে দেখতে পেয়ে আইনগত প্রতিকার চেয়ে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের নিকট সহায়তা কামনা করেন।
র্যাব-৮এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, র্যাব-৮, ফরিদপুর ক্যাম্প এর একটি বিশেষ আভিযানিক দল ১০ সেপ্টেম্বর ২০১৮ইং তারিখ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে জেলার কোতয়ালী থানাধীন পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ সুমন মোল্যা @ গোলজারকে আটক করা হয়। এ সংক্রান্তে ভিকটিম নিজেই বাদী হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন।