আবু নাসের হুসাইনঃ ফরিদপুর শহরের নিলটুলিস্থ ডায়াবেটিক এসোসিশেন মেডিকেল কলেজ হাসপাতাল এর সামনে থেকে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র্যাব ৮ ফরিদপুর কোম্পানীর সদস্যরা।
এসময় তাদের কাছ থেকে ১৪৪ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। আটক দুই জন হলো, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কাঠালবাগান এলাকার ওসমান গনির ছেলে মো. এসানুল ইসলাম অর্কিড(২৩) এবং মাগুড়া জেলার শ্রীপুর থানার দরিয়াপুর এলাকার মনিরুজ্জামানের ছেলে মো. হৃদয় মোল্যা(১৯)।
র্যাব ৮ ফরিদপুর সিপিসি ২ এর কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, মাদক ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ ফেনসিডিল নিয়ে ফরিদপুর ও এর আশে পাশের এলাকায় বিক্রি করছে। র্যাবের ইন্টেলেজিং উইং এর উপর কাজ করছে।