ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরাসি ঔপন্যাসিকের বিরুদ্ধে ফ্রান্সের মসজিদ ইউনিয়নের মামলা

Link Copied!

ফরাসি ঔপন্যাসিক মিশেল উয়েলবেকের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের মসজিদ ইউনিয়ন। মসজিদ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মুসাউবি এক বিবৃতিতে বলেছেন, “মিশেল উয়েলবেক মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ উস্কে দিচ্ছেন।”
মিশেল উয়েলবেক ‘ফ্রন্ট পপুলায়ার’ প্রকাশনার সময় একজন সাক্ষাতকার গ্রহণকারকারীকে বলেছিলেন, “ফ্রান্সের মুসলমানদের ‘জাতিগত’ ফরাসি জনগণের কাছ থেকে ‘চুরি করা এবং আক্রমণাত্মক হওয়া’ বন্ধ করা উচিত।”
মিশেল উয়েলবেক ইসলামিক স্টেট গোষ্ঠীর সাথে যুক্ত ফরাসি এবং বেলজিয়াম বংশোদ্ভূত জিহাদিদের দ্বারা ২০১৫ সালের বাটাক্লান কনসার্ট হলে হামলার একটি ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন। উয়েলবেক বলেছেন, বিতর্কিত অনুচ্ছেদগুলো সম্পাদনা করা হবে এবং ভবিষ্যতে অপর একটি বইতে মন্তব্যগুলো থাকবে।
মসজিদ ইউনিয়নের অনুমান, এই অনুচ্ছেদগুলো, ফরাসি মুসলমানদের ওপর সহিংসতা ছড়িয়ে দিতে পারে – উয়েলবেক যাকে  ‘বিপরীত বাটাক্লান’ নামে অভিহিত করেছেন।
উল্লেখ্য, উয়েলবেক ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে আলোচিত উপন্যাস ‘সাবমিশন’-এ লিখেছিলেন ‘একজন মুসলিম প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছে’, যা ইসলামের উত্থান নিয়ে ডানপন্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। তার বইটি প্রচুর পরিমাণে বিক্রি হয়।
http://www.anandalokfoundation.com/