14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক শিক্ষকদের সংকট নিরসনে ৫ দফা দাবি

SDutta
July 5, 2025 7:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে অন্তরায় ও সমসাময়িক সংকট নিরসন শীর্ষক মতবিনিময় সভা শনিবার (৫ জুলাই ২০২৫) সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য সকলের প্রতি আহবান জানানোর পাশাপাশি বাংলাদেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় চলমান সংকট ও ন্যায্য অধিকার আদায়ে যে অনিশ্চয়তা ও বিভাজন বিরাজ করছে তা নিরসনের সময় এসেছে একটি জাতীয় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করার এখন একক সংগ্রামের সময় নয়, সম্মিলিত আন্দোলনের সময়।

তারা আরো বলেন, দলমত-সংগঠনের পার্থক্য ভুলে ঐক্যবদ্ধ শক্তি যা প্রাথমিক শিক্ষকদরে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রধান ভিত্তি হয়ে উঠবে। আমরা বিশ্বাস করি, জাতীয় ঐক্যই আমাদের একমাত্র শক্তি। তাই প্রাথমিক শিক্ষার মর্যাদা পুনঃ প্রতিষ্ঠার আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে ইনশাআল্লাহ।

এই ঐক্যবদ্ধ উদ্যোগ হবে শিক্ষকদের মর্যাদার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিভক্তির দেয়াল ভেঙ্গে ঐক্যের পতাকা তলে সমবেত হই। প্রাথমিক শিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যই হোক আমাদের অঙ্গীকার। পাশপাশি ৫ দফা যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকার ও কর্তৃপক্ষের প্রতি আহবান জানান ।

৫ দফা দাবী সমূহ:
১) বেতন বৈষম্য নিরসন ঃ সহকারী শিকা ১১তম গ্রেড ও অবিলম্বে ৬৫,৫২৪জন প্রধান শিক্ষককের ১০ গ্রেডের জিও জারি করতে হবে
২) সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে প্রধান শিক্ষকপদে ১০০ভাগ পদোন্নতি, চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ হইতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং প্রধান শিক্ষকদের পদোন্নতি চালু
করতে হবে।
৩) ১০ ও ১৬ বছর পূর্তিতে শর্তহীনভাবে উচ্চতর গ্রেড বাস্তবায়ন করতে হবে।
৪) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয় ষড়যন্ত্র মূলক সরকারি “ভূমি অধিগ্রহণ” হইতে মুক্ত করতে
হবে।
৫) অবিলম্বের ৯ম পে স্কেল ঘোষণা করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এবং সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি অ্যাডভোকেট রফিক সিকদার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর যুগ্ম সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর সিনেট সদস্য এবং গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এর সহ সভাপতি ও উপদেষ্টা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি ভিপি ইব্রাহিম।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন শাহীন।

প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারণী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম।

স্বাগত বক্ত্যবে ৫দফা দাবী উপস্থপান করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব খায়রুন নাহার লিপি।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের নির্বহী সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মিরাজ হোসেন মোল্লা, মহিলা বিষয়ক সম্পাদক আলম নাশরাহ,, যুগা সম্পাদক আবু নাছের আলমগীর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোছাঃ সালমা ও মার্জিয়া পুষ্প সহ প্রমূখ।

http://www.anandalokfoundation.com/