চলতি মাসে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃজেলা, আন্তঃবিভাগ ও আন্তঃসিটি কর্পোরেশনের মধ্যে বদলির কাজ শুরু হচ্ছে। এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সচিব ফরিদ আহাম্মদ বলেন, সহকারী শিক্ষক বদলি কার্যক্রম পরিচালনার জন্য সফটওয়্যারের কিছু কাজ করতে হবে। আমরা তা শুরু করছি। আমরা ইতোমধ্যে উপজেলার মধ্যে বদলি শুরু করেছি। ২৫ হাজার শিক্ষকের বদলি সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নের পথে।
উল্লেখ্য, তিন বছর বন্ধ থাকার পর গত বছরের ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়। পরে নীতিমালা নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় আবেদনের সময় বাড়িয়ে ৬ অক্টোবর করা হয়। পরে ডিসেম্বরে বদলির জন্য আবেদন করেন ২৫ হাজার শিক্ষক।